কানাইঘাট ইউনিভার্সেল স্কুল একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি স্বনামধন্য ব্যক্তিবর্গের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-কর্মচারীবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবীয় গুণাবলী অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন।
এ শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র-শিক্ষক, অভিভাবক ও নান্দনিক অবকাঠামো সব মিলিয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠুক এবং এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, সকল প্রকার সহ শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে- এটাই আমার প্রত্যাশা।