শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহন করছে। নাগরিকের মৌলিক অধিকার শিক্ষাকে বাস্তবায়নে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা, স্বীয় অর্থ ও নিঃস্বার্থ পরিশ্রমের মাধ্যমে সিলেট জেলায় কানাইঘাট শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠে একটি আদর্শ প্রতিষ্ঠান 'কানাইঘাট ইউনিভার্সেল স্কুল"। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি এক যুগ পেরিয়ে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সর্বশ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে।
প্রতিটি বোর্ড পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের দাবিদার 'কানাইঘাট ইউনিভার্সেল স্কুলে শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক আনুষ্ঠানিক খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।